মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি লিঃ (গাজীপুর)

( জাঃবিশ্বঃ ও বা.কা.শি.বো. অধিভূক্ত, বানিজ্য মন্ত্রণালয়ের RJSCF রেজিষ্ট্রার্ড এবং GCC ট্রেড লাইসেন্স প্রাপ্ত বেসরকারি কলেজ , প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং ফার্ম)

দেশের শীর্ষস্থানীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

বি .আই.ডি.সি রোড ,পোঃ ডুয়েট ,গাজীপুর-১৭০০। ফোনঃ ০২-৯২০৫১৩৫,০২-৯২০৫৫৯৫-৯৬




|Course|

Our main aim is to develop our students.

Home |Course|

Image

ইলেকট্রিক্যাল টেকনোলজির থিওরি ও প্র্যাকট্রিক্যাল ক্লাস গুলো দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডালী দ্বারা পরিচালনা করা হয়। এই ডিপার্টমেন্টের অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা ডুয়েট থেকে উচ্চতর ডিগ্রীধারী। যা ছাত্র-ছাত্রীদের পাঠদান সহজতর করতে এবং নৈতিক ও আদর্শিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থীরা বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহায়তায় স্কিল কমপিটিশন ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ৩য় ও ২য় স্থান অর্জন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ’’ডিজিটাল উদ্ভাবনী মেলা’’ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২০১৭ ও ২০১৮ সালে প্রথম স্থান অর্জন করেছে। ২০২২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চূড়ান্ত পর্ব সমাপনী পরীক্ষায় ইলেকট্রিক্যাল টেকনোলজি ১০ জনের মেধা তালিকায় প্রথম স্থানসহ 4 জন এমআইএসটি শিক্ষার্থী। ইলেকট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থীরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয় (ডুয়টে) এ বি. এস. সি ইঞ্জনিয়ারিং কোর্সে ২০০৪ সাল থেকে অদ্যাবধি ভর্তি পরীক্ষায় ১ম স্থান সহ একাধিক ছাত্র-ছাত্রী প্রতি বছর সুযোগ পাচ্ছে। এছাড়াও ইলেকট্রিক্যাল টেকনোলজি এর ছাত্র-ছাত্রীরা অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত আছে। চাকুরী ক্ষেত্রে ইলেকট্রিক্যাল টেকনোলজি শিক্ষার্থীরা কোর্স সমাপ্তির পর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়,নির্বাচন কমিশন, বিপিডিবি, পিজিসিবি, বিআরইবি, পিবিএস,ব্যাংক,বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, ইলেকট্রিক মিডিয়া,মোবাইল কোম্পানী, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন কারখানায় সুনাম ও দক্ষতার সাথে উচ্চ বেতনে কর্মরত আছে। ইলেকট্রিক্যাল টেকনোলজি এর শিক্ষার্থীদের নিয়মিত সেমিনার, স্কিল কমপিটিশন, শিক্ষা সফর এর ব্যবস্থা রয়েছে। দক্ষ প্রকেীশলী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Electrical engineering

Department Head: Engr. Rezaul Karim

Hours: 8:00 am — 4:30pm

আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনের সবচেয়ে বড় অবদান বিদ্যুৎ। বিদ্যুৎ প্রকেীশলীদের পেশাগত দক্ষতা বিশ্বের বেশির ভাগ জনসংখ্যার দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করে। বিদ্যুৎ প্রকেীশলী ও বিজ্ঞানীরা বর্তমানে অটোমেশন,নেটওয়াকিং,যোগাযোগ,বৈদ্যুতিক শক্তি ব্যবহারের বিভিন্ন দিকের উপর বেশী মনোনিবেশ করছে। উন্নত বিশ্বের জন্য দক্ষ প্রকোশলী আবশ্যক, সেই লক্ষে কারিগরি শিক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি নির্ভর সিলেবাস ও দক্ষ প্রকেীশলী তৈরীতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড, গাজীপুর এর ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আধুনিক ও যুগোপযুগী ডিজিটাল ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ও পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব, ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ল্যাব, ইলেকট্রিক্যাল সার্কিট, মেজারমেন্ট মেশিন অ্যান্ড প্রোটেকশন ল্যাব, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং ল্যাব, যা ছাত্র-ছাত্রীদের দক্ষ ও মান-সম্মত প্রকেীশলী তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • Admission Fee : 8,000
  • Semester Fee : 11,000x8
  • Tution Fee : 1,500x48
  • Total Cost : 1,68,000

Subscribe to us!

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia,