মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলোজি লিঃ (গাজীপুর)

( জাঃবিশ্বঃ ও বা.কা.শি.বো. অধিভূক্ত, বানিজ্য মন্ত্রণালয়ের RJSCF রেজিষ্ট্রার্ড এবং GCC ট্রেড লাইসেন্স প্রাপ্ত বেসরকারি কলেজ , প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং ফার্ম)

দেশের শীর্ষস্থানীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

বি .আই.ডি.সি রোড ,পোঃ ডুয়েট ,গাজীপুর-১৭০০। ফোনঃ ০২-৯২০৫১৩৫,০২-৯২০৫৫৯৫-৯৬

*** *****বিস্তারিত: আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১১টি বিশেষায়িত বিভাগ বা টেকনোলজিতে ভর্তির সুযোগ রয়েছে। দ্রুত আবেদন করুন! *** *** Admission Going on, Session 2024-2025 *** *** "ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫" *** *** শিরোনাম: ভর্তি চলছে ! ভর্তি চলছে !! ভর্তি চলছে !!! দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজ (MIST) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ! *** *** বিভাগসমূহ: ১) ডিপ্লোমা ইন টেক্সটাইল ২) ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৩) ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪) ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫) ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং *** *** ৬) ডিপ্লোমা ইন আর্কিটেচার ইঞ্জিনিয়ারিং ৭) ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 8) ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং *** *** ৯) ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ১০) ডিপ্লোমা ইন সার্ভেয়িং টেকনোলজি ১১) ডিপ্লোমা ফুড ইন ইঞ্জিনিয়ারিং *** *** *ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজ (MIST-LTD) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে! ***



|About|

Our main aim is to develop our students.

Home |About|

Image

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত পরিচিতি

একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন যুগোপযোগি কারিগরি শিক্ষা। এই শিক্ষা দক্ষ জনশক্তি এবং একটি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। কারিগরি শিক্ষায় শিক্ষিত যুব সমাজ হতে পারে সুপ্রতিষ্ঠিত এবং দেশ ও জাতির উন্নয়নে রাখতে পারে বলিষ্ঠ অবদান। মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি লিঃ (এম.আই.এস.টি) বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি শ্রেষ্ঠ ও আদর্শ প্রতিষ্ঠান। দীর্ঘ ২৬ বছর ধরে ছাত্র-ছাত্রীদেরকে আত্মনির্ভলশীল, ব্যাক্তিত্ব সম্পন্ন, দক্ষতা, পেশাাদারিত্ব, টেকসই নেতৃত্ব ও মানবতাবোধ উদ্দীপ্ত করে। তাদের বৃহত্তর কর্মজীবনে প্রবেশ পথকে উন্মুক্ত করতে সাহায্য করছে এবং আর্থ সামাজিক উন্নয়নে ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট প্রকৌশলী শিক্ষাবিদ, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ও গবেষক প্রফেসর ড. ইঞ্জিঃ মোহাম্মদ আব্দুল মান্নান তাঁর নিজ বাসভবনে (৪৮৯ / পশ্চিম ভূরুলিয়া) ১৯৯৮ ইং সনে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের অধিভুক্ত প্রাপ্তির মাধ্যমে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম শুরু করেন।

ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভ’ক্ত MIST এ মোট ১১ (এগারো) টি বিভাগে নিজস্ব ক্যাম্পাসে দুইহাজার ছাত্র/ছাত্রী অধ্যায়নরত। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানরে ছাত্র/ছাত্রীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থানসহ কর্মক্ষেত্রে দক্ষতা ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে আশাতীত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি শিমুলতলী গাজিপুর-ঢাকা রোডের ভ’রুলিয়াস্থ ডুয়েট সংলগ্ন চারতলা একাডেমিক ও প্রশাসনিক ভবন, ভ’রুলিয়াস্থ হোল্ডিং নং ৪৭২/১৫ ছয়তলা একাডেমিক ভবন ও পূর্ব দেশিপাড়া অত্যাধুনিক ওয়ার্কশপ বিল্ডিংসহ মোট পাঁচটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

Image

উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য

Dhaka University of Engineering and Technology (DUET) এ B.Sc.Engg. কোর্সে ২০০৪ সাল থেকে শুরু করে অদ্যাবদি MIST থেকে ভর্তি পরিক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার সহ সাফল্য ৪০% থেকে ৫০%। এছাড়াও এখানকার ছাত্র/ছাত্রীরা অন্যান্য সরকারি-বেসরকারি বিশ্বাবিদ্যালয়ে উচ্চ শিক্ষা অধ্যায়নরত আছে।

চাকুরি ক্ষেত্রে এম.আই. এস. টি , গাজিপুর এর ছাত্র/ ছাত্রী বৃন্দ সফলতার সাথে কোর্স সমাপ্তির পর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় , নির্বাচন কমিশন, সশস্ত্রবাহীনি সমূহ, BREB, PBS, PGCB, BPDB, বাংলাদেশ সমরাস্ত্রকারখানা, ব্যাংক, শিক্ষাপ্রষ্ঠিান, ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল কোম্পানি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কারখানায় সুনাম ও দক্ষতার সাথে উচ্চ বেতনে কর্মরত আছে।

Image

আমরা কেন সেরা

আমরাই প্রথম ১৯৯৮ ইং গাজীপুর বেসরকারী পলিটেকনিকের যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশে শীর্ষ পাঁচ বেসরকারী পলিটেকনিকের মধ্যে অবস্থান করছি। কারিগরি শিক্ষাকে ডিজিটাল প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে শিক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে ছাত্র/ছাত্রীদেরকে বিশ্ব মানের দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে সক্ষমতা অর্জন করেছি। আমাদের রয়েছে আধুনিক সু-সজ্জিত ল্যাব সমূহ Autodesk Manufacturing Lab, Reverse Engg. Lab, Laser Cutting Design & manufacturing Lab, Photogrammetry Lab, Machine Design Lab, Structural Design Lab, FAB Lab, CNC Machining Center, Electrical Power Generation, Transmission, Control, Protection, PFI ইত্যাদি সহ শিল্পকারখানায় ব্যবহৃত অত্যাধুনিক 3D Printer, 3D Scanner, CNC Lathe etc.

প্রতি বছর প্রায় সহস্রাধীক শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে সফলতার সাথে কৃতকার্য হয়ে ডুয়েট সহ দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে থাকে এবং স্বানমধন্য প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকুরী প্রাপ্তির ক্ষেত্রে অনেক অগ্রসর। ভালো প্রকৌশলী হওয়া পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

Subscribe to us!

Far far away, behind the word mountains, far from the countries Vokalia and Consonantia,